বন্ধুরে তোর আছে এমন গুণ
এক চোখেতে পাখির বাসা
আর চোখে আগুন;
আমায় কোন চোখে তুই ঠাঁই দিয়েছিস
ভেবেই হলাম খুন।
ও তোর, পাখির বাসায় প্রবল আশা
প্রলয় নামায় ভালোবাসা
ও বন্ধু তুই সর্বনাশা ঝড় তোলা ফাগুন।
আবার আগুন-চোখে ধ্বসের দণ্ড
সব করে দেয় লণ্ডভণ্ড
ভয় লাগে তুই কী প্রচণ্ড! আমি যে নাগুণ।