মিঠার আশায় চিনি ভেবে ফেলছি খেয়ে নুন
ময়না মাসি, হরেন খুড়ো
পড়শি জ্ঞাতি ছেলে বুড়ো
ওয়াক ওয়াক করছি দেখে হাসতে হাসতে খুন।
কীযে বলেন,দেবে পানি!
মানুষ ওরা ভিষণ ফানি
হৃদয় ভরা হাস্য রসের দারুণ মহৎ গুণ!