বাঘকে তোমরা হিংস্র বলো মাসি?
গল্প শুনে পাচ্ছে ভীষণ হাসি ।
বলতে পারো? ফি বছরে
কয়টা লোকের জীবন ঝরে
হিংস্র বাঘের ঘাতে?
কজন মানুষ মরলো বলো, তোমার ভাইয়ের হাতে?
বলতে পারো?
কজন মানুষ খেলো এবার সুঁদরবনের বাঘে?
বলো, বলো? গল্প ফেলে জ্বলছো কেন রাগে?

কজন মানুষ মরলো এবার এই নগরের বাঁকে?
হিসেব কষে বলো মাসি হিংস্র বলি কা’কে?
তথ্য আছে? থাকলে করো খাঁড়া?
কী হলো কী হলো মাসি, টান কেনো শিরদাঁড়া ?
হিংস্র বলো কারা?
\
যশোর ১০১৩