এক যে ছিল বনের গাধা থাকতো গহিন বনে
একদিন তার দেখা হলো পোষা তোতার সনে ।
বললো তোতা, ‘ওরে দাদা রইলি বনে পড়ে
জীবনটা তোর পানসে তেতো এক্কেরে নড়বড়ে
চল শহরে রঙিন জীবন কাটবে সুখে দিনটা
রংমহলে দিন কাটাবি নাচবি সুখে ধিন তা
থাকবে না আর চিন্তা’।
গাধা বলে, ‘লক্ষ্মীসোনা ওটা কেমন জিনিস
জলদি করে বল আমারে তুই তো শহর চিনিস ।
ওইখানে কি ঘাস পাওয়া যায়, থাকবে মজার খড়ও
ওহ! পারি না, উত্তেজনায় কাঁপছি থরো থরো’।
তোতা বলে, ‘ধুত্তোরি ছাঁই
চশমা চোখে গলাতে টাই
করবি বাবুয়ানা
কে খায় ওসব খানা ?
চপ চকলেট পিৎজা কাবাব কত্তো কি যে আছে
মন্ডা মিঠাই সবই পাবে ঘি ও পাবে গাছে’।
ছুটলো গাধা শহর পানে, ভয় পেলে কি হয় ?
নিজকে ভাবে সিংহশাবক রাজ্য করবে জয়!
এসেই গাধা পড়লো ধরা অন্তু কলুর হাতে
আজও গাধা টানছে ঘানি এসব কি সয় ধাতে ?