বেশি কথা ক’ব নাকো
কথা সংক্ষিপ্ত,
কথা শুনে নানাজান
হবে না তো ক্ষিপ্ত ।
কেউ চায় গদি পেতে
কেউ থাকে আঁকড়ে
দেখে দেখে জনগণ
হয় হতবাক রে ।
মুখে যেটা বলে সেটা
বলে নাতো অন্তর
জনতার দেখভাল
ফোঁসফাঁস মন্তর !