আম রাঙা
কামরাঙা
আমড়ার
চাম রাঙা
হয়ে যায় পাকলে
খোকা ছবি আঁকলে।

রং রাঙা
সং রাঙা
ফুল রাঙা কিংশুক
সব রং ফিকে হয়
হলে কেউ হিংসুক।