তাঁর কথা কেউ কইতে পারো যাঁর দরিয়ায় মগ্ন আমি
ডুবছি এবং ভাসছি
কেবল জালে ফাঁসছি
উতল ঢেউয়ে সব হারায়ে দাঁড়িয়ে আছি নগ্ন আমি
কই সে রসিকচাঁদ?
মন মানে না বাঁধ
তাঁর বিহনে কওতো সজন ক্যামনে বাঁচি ভগ্ন আমি?