একদিনে বাঙালি
রহমান মুজিব
কেবলই, বোশেখ মাসের প্রথম দিনে
হরেক সাধের জিনিস কিনে
জোরসে বাজাও তালি?
তুমি কি, একদিনে বাঙালি?
খুঁজলে তোমার জীবন কড়চা
যায় কি পাওয়া ভিন্ন চর্চা?
নিজ ভাষাকে অবহেলে–
অন্য ফুলের মালি?
তুমি কি, একদিনে বাঙালি?
কে তুমি?
ভিন হরফে বাংলা লিখে পাঠাও নানান বার্তা
খাস বাঙালি হতে যদি এইটা তুমি পারতা?
কবেই ঝেড়ে ছাড়তা।
হাজার বছর হলো গত
জমছে পলি কতো শত
আলে আলে আঁকে-বাঁকে
আঁজল পাতা মায়ের ডাকে
রুইছে রোদের ফালি;
তুমিতো, সেই সেরা বাঙালি–
তবে ক্যান, বর্ণমালায় মাখাবে চূনকালি?
তুমি নও, একদিনে বাঙালি?
আরবি বর্ণে বাংলা লিখার পাকিস্তানি চাল
হয়নি বেশি কাল;
তোমার আমার পূর্বপুরুষ করছিল বানচাল।
ক্যামনে ভুলে নিচ্ছ গায়ে কঠিন চক্রজাল?
তুমি কি, ভুলেই গেছো সেই সে ইতিহাস?
ভোলেনি, জংলা জলা এই বাংলার ঘাস।
জানোকি, ছিড়তে ও জাল ঝরলো কত রক্ত?
বলোতো, কেমন করে ভিনভাষে হও ভক্ত
তবে কি, মণ্ডু তোমার খালি!
হয়েছো, বেভোলা বাঙালি?
তুমি কি, বোশেখ মাতাও ভিন্ন ভাষার গানে?
বেহালে চড়ছো বসে বেরঙ হাওয়াই যানে?
বুঝেছি, পাওনি ঠাহর এইটা চোরাবালি!
দেখনি, মধুকবি বুঝতে পেরে ভুল
বাংলা ভাষায় ফুটিয়ে গেছেন হাজার তারার ফুল;
এসব কথা বলছি বলে দিচ্ছ বুঝি গালি!
তুমি কি, একদিনে বাঙালি?