“যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে।”। [ সুরা মায়েদা, আয়াতাংশ ৩২ ]


ইসলামে হয় বিশ্ব সবল; শীর্ষে মানব মান
কুরআনে কয়– ইসলাম এক শান্তিবাদের নাম
মানুষ অভেদ হয় না প্রভেদ সাম্যে সুমহান
ইসলামে হয় বিশ্ব সফল; শীর্ষে মানব মান
নিখিল নাশক কাজ করেনি– নেয়নি নরের প্রাণ
তাঁর জীবনের সুরক্ষা দাও; ইসলামী আহকাম
ইসলামে হয় বিশ্ব প্রবল; শীর্ষে মানব মান
কুরআনে কয়–ইসলাম এক শান্তিবাদের নাম।