শেখ মুজিবুর রহমান
ভেঙ্গে করেন খান খান
পশ্চিমাদের বড়াই
রক্তে ছিল লড়াই।

রবীন্দ্রনাথ নজরুল
এক বৃন্তের দুই ফুল।
বাংলাভাষা নদী হলে তাঁরা নদীর ধারা
বাংলা নদী গতিহারা দুই কবিকে ছাড়া।

জনপ্রিয় ব্লগ এক বাংলা কবিতা
দিনে দিনে ইনি আজ কবিদের মিতা।
আই কম বাই কম ডট কম
এডমিন মস্তক হট কম।

নবেল জয়ী অমর্ত্য সেন
অর্থনীতির ফর্মুলাটা এবার লিখে দেন
কোটিপতি গুঁটিঁ নাড়ে
গরিবের রুটি কাড়ে ক্যান ক্যান ক্যান।

“এপিজে আব্দুল কালাম
আপনাকে জানাই সালাম”।
কথা শুনে খোকা বলে, “ও মা,
ক্যান তিনি বানালেন বোমা?”

নিজকে চেন, বলতে এলেন সক্রেটিস
তাঁরে ধরে খাইয়ে দিলাম এক পেটিস!
শীতের রাতে দারুণ উমে
যখন ছিলাম গভীর ঘুমে।

নিল আর্মস্ট্রং
জানে ছংভং!
আমি যেথা ভয়ে মরি উঠতেই ছাদে!
রকেটেতে তিনি যান সবার আগে চাঁদে।

সৌরভ গাঙ্গুলি
খেলতেন ডাঙ্গুলি!
না না তিনি ক্রিকেটার
ব্যাট হাত পিকেটার!

শচীন টেন্ডুলকার
সত্যি সেরা উপহার
ক্রিকেট আর ভারতের জন্য
এমন রতন পেলে কে না হন ধন্য?
১০
দাদা বলে নাতিকে, “ইমরান খান
দুনিয়ায় মহা-তারা গেয়ে পপ গান!”
নাতি বলে, “না না দাদু বড়ো ক্রিকেটার”
আমতা আমতা করে দাদা মানে হার।
১১
ক্রিকেটের বরপুত ব্রায়ান লারা
পিটাপিটি করে হন পৃথিবীর তারা!
নির্দয় এই লোক ব্যাটে বল মারে
পৃথিবীর কোনাকানা কে চিনেনি তারে?
১২
দিয়াগো ম্যারাডোনা
ইয়াগো খেলে সোনা!
: এ কথাকে জুট বল ছেলে
ম্যারাডোনা ফুটবল খেলে।
১৩
ব্রাজিলের কালো মানিক পেলে
জাম্বুরা দিয়ে বল খেলে।
: জাম্বুরা! থাম থাম থাম বুড়া
কিক খেয়ে হবি খুঁড়া!
১৪
গান করে পিকে বিবি শাকিরা
শুনে থ কাকীরা!
আমাদের কোকিলারা কম কি?
কথা শুনে কাক মারে ধমকি!
যশোর
১২/৫/২০১৮