দুটি রুবাই
রহমান মুজিব
শিরনি পেলেই শির নুয়াব নই আমি নই সেই পাতক
বৃষ্টি বিনা তৃষ্ণা মেটায় এই জগতের কোন চাতক?
দাও ঢেলে দাও প্রেম-বরিষণ নয় যাবে জান বুক ফেঁটে
কেউ যদি কয়- কে মেরেছে? বলব তোমার নাম ঘাতক।
২
কল্পলোকের চাইতে প্রখর তাঁর পিরিতির নেত্র
অন্যমুখে দেখতে গেলেই গাত্রে মারে বেত্র
আমার এ হাল বড়ই বেহাল বন্ধু-সজন-দোস্ত
চেয়েই দেখো চোখ ওটা নয়- চুম্বকের এক ক্ষেত্র।