রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার আমার কাকু'র
মনের ঘরে বসে
বলেন কথা রসে ।

কাজী নজরুল
চেতনা অতুল
তার লেখা সব
হানে পরাভব ।