শুনরে ব্যাটা গণি
ধনির ছেলে দিনে দিনে
হচ্ছে আরো ধনি;
তোর ভাগে যায় খোলামকুচি
ওদের ঘি আর ননি।
গণ্ডা দুয়েক লোকের হাতে
তিনশো কোটির ধন
তথ্য দেখে  সরল মাথা
ঘুরতেছে ভন ভন।
এই যে বিভেদ বাহার
আকাশ পাতাল বলবো? –নাকি
পরমাণু আর পাহাড়?
বিশ্বব্যাপি ফাঁদ পেতেছে
কর্পোরেটিভ কল
আটকা পড়ে নাস্তানাবুদ
আম আদমের দল!
ঠিক কতোটা শক্ত তবে
বিশ্ব-অর্থনীতি?
এমন হলে ক্যামনে টিকে
এই সমাজের স্থিতি?
জনাব জ্ঞানি-গুণি
জবাবটা কি জানা আছে?
থাকলে কন না শুনি।