চরকা বুড়ির গল্প শেষ
রহমান মুজিব

চাঁদমামা চাঁদমামা তুমি বুঝি দূরে?
আয় আয় বলে ডাকি
এলে না দিয়েছো ফাঁকি
কতো আর গান হবে মিহি সুরে সুরে!
ডাকাডাকি আর নয়
এসেগেছি মহাশয়
তোমার বাড়িতে দেখো মানবেরা ঘুরে।

রকেটেত ভাসিয়া
আমেরিকা রাশিয়া
এইতো সেদিন;
ধেই ধেই নেচে এলো
এশিয়ার চীন।
ভারতের ‘ইসরো’
বলে, ‘থাম ইশ রো
আমরা কী কম!
এই দেখো পাঠালাম
মহা-বিক্রম;
দক্ষিণ মেরু গিয়ে
ফেলবে কদম’।

ভারতের এ কদম হোক অক্ষয়
পৃথিবীর উৎসুখ
কোটি চোখ উন্মুখ
কায়মনে তাঁরা চায় কাফেলার জয়!
জ্ঞান যদি জয়ী হয়
সেই দিন দূরে নয়
চাঁদের দেশেতে লোক গড়বে আলয়।

চরকা বুড়ির গল্প এখন শেষ
মানবশিশু জয় করেছে
কঠিন চাঁদের দেশ!

৬/৯/২০১৯ রাত ১১.২৫