চাই জল সুশীতল
রহমান মুজিব
(তের্জারিমা কাঠামোর সনেট)
মায়াবি রাতের তারা বোঝ না ইশারা
সুদূরে বিধু’র সাথে হাসো মিটিমিটি
মাটির পাটির ঘাসে আমি কেঁদে সারা!
তুলট মেঘের খামে পাঠিয়েছি চিঠি
নিরল বিজন রাতে হালে কালিদাস;
ক্ষণে ক্ষণে গোনে যাই মিলনের তিথি।
অকূলে অভয় চাই, নয় সব নাশ
শীতের পাতার মতো যাব পড়ে ঝরে
ভয়াল ভয়ের চোটে লাগে হাঁসফাঁস।
বোবা এক ব্যথা নিয়ে ডাকি তারস্বরে
এসো এসো নেমে এসো আলোকের ধারা
নেমে ত্বরা নিয়ে যাও, আপনার করে!
তুমুল ঢলের আশে মরু দিশেহারা
চায় জল সুশীতল বুকের সাহারা।