*
মাঝরাতে পাঁজরাতে বাজ পড়ে
রাতপাখি বাত করে হৃদ-ব্যথা আঁচ করে; হায়!
*
ডুব মেরেছিস; হারিয়ে যাবার ছল!
বন-হরিণী কস্তুরী তোর কই লুকাবি বল!
*
একা বকর বকর বকছি ক্যান
প্রাণ কি বাঁচতে পারে ছিন্ন হলে অক্সিজেন?
*
জান্নাতি হুর– পান্না চুনি লাল?
হুর দেখিনি নুর দেখেছি তোর নয়নে কাল।
*
ওড়না জটিল; সূতোয় কুটিলতা
কেঁচাল ফান্দে লুঙ্গি কান্দে জীবন উনুন ততা!
*
গলির মোড়ে খবিশ মারে শিষ
ইচ্ছে করে গোখরো হয়ে ঢালি থলির বিষ।
*
বোলচাল বেশ উলটা
কেদারাকে কনি মারে কানা টুলটা!
*
কল্যাণময়ী আলোর ভাতি মা
তাঁর পা ধরে থাকব পড়ে পিছলে যাব না।