ও ভালো না– আমি ভালো
নাক বোঁচা ওর চামড়া কালো!
জ্ঞান-গরিমায় আমি দেড়া
ওর তো ঘাড়ের রগটা টেড়া।
যা ব্যাটা তুই গণ্ডমূর্খ
ঘেঁষবি না গা দূর হ দূর হ!
ঘেঁষলে কাছে করবি নাশ
কোমল মাথায় ভাঙবি বাঁশ!
মানুষ যদি অপরজনে করে এমন সন্দেহ
ক্যামনে তবে থাকবে ভালো মন-দেহ?
আতঙ্কে তার মনটা হবে অসুস্থ
রুগ্ণ হৃদয় করবে পণ্ড শান্তি
এই আবহব কাড়বে সৌম্য কান্তি
শুক-শারি কয়, মানুষরে তুই হ সুস্হ।
উন্মাদনায় হারাস যদি বিশ্বাস
তিলে তিলে পুড়বি নিজে
ভয়-তরাসের ঘামে ভিজে
পারবি না আর টানতে সুখের নিঃশ্বাস
চাই মানুষে বিশ্বাস।