সেলাই...
সেলাই...
বুট পালিশ......
সকাল সন্ধ্যা হেঁকে বেড়াই
নেই শরীরে আলিস,
ছেঁড়া জুতো সেলাই করি
কিরিম করি মালিশ
পালিশ...
পালিশ...
বুট পালিশ...... ।
হোক না জুতো নোংরা ফাঁসা
হোক পুরানো ফাড়া
চিন্তা কিসের সাহেব ম্যাডাম
দিন শুধু ইশারা,
এক নিমিষে পালিশ মেখে
করবো নজরকাড়া
হাতের ছোঁয়ায় পাদুকাদের
হাসবে নয়নতারা ।
তবু সাহেব বলবে ডেকে,
‘আরেকটু রং ঢালিস’
পালিশ...
পালিশ...
বুট পালিশ...... ।
ভগবানে গরু মারে
আমরা খেয়ে বাঁচি
গো মহিষের চামড়াগুলো
আমরাই তো চাঁচি;
তারপরেও নানান লোকে
ধরেন কতো খুঁত
কেউ-বা বকেন ইতর বলে
কেউ-বা মুচির পুত ।
কেউ গালি দেয় চামার
কী এসে যায় আমার?
কেউ-বা মারে গলাধাক্কা
কলার ধরে জামার,
অনেক কষ্টে হজম করি
কে করে এর সালিশ ?
পালিশ...
পালিশ...
বুট পালিশ...... ।
দিনের শেষে যা পাই
চাল তেলেতে পকেট ফাঁকা
ঘরে অভাব শুধুই খাঁ-খাঁ
দুখের আগুন থাপাই
রাত্রি হলে ঘুম আসে না
কেঁদে ভিজাই বালিশ
পালিশ...
পালিশ...
বুট পালিশ...... ।
আমরা লাগাই জুতোয় কালি
সে জুতো হয় চকচকে
এই কপালে কে দেয় কালি
বুকে ঘা কেন দগদগে!
কার কাছে দিই নালিশ
পালিশ...
পালিশ...
বুট পালিশ......... ।
।