বুকে রেখেছি হিম্মত বাংলা হারাবে না পথ
দেশের টানে এক হয়ে সব গড়বে সহমত
বুকে রেখেছি হিম্মত।
আশায় থাকি বারোমাস
বাংলা হবে শান্তি-বাস
বইবে আবার ভোরের বাতাস উড়বে পারাবত।
যতই আইলা আনুক ঝড়
বাংলা র’বে ঠিক অনড়
এই বাংলা গড়তে জানে নতুন দিনের পথ।
যতই নাচুক নাগিন দল
বাংলার আছে বুকের বল
এই বাংলা ধরতে জানে যুদ্ধ জয়ের রথ।