বেঁচে থাকা মানেই হলো
ফুল ফাগুনের দিন
রোদের আলোয় ফড়িং নাচা
ঝলমলানো দিন।

বেঁচে থাকা মানেই হলো
ঝরনা কলোকল
দিঘির জলে বুক জুড়ানো
নবীন নীলোৎপল।

হাসতে পারা মানেই হলো
বেঁচে থাকার সুর
একটা প্রাণের ভলোবাসায়
জীবন সুমধুর।