(গার্ল্যান্ড সিনকেইন বা মালাকার সিনকেইন )

             বাংলা
          রহমান মুজিব

              বাংলা
          প্রাণের ভাষা
       কৃষ্টি কলা গানের
    ভাষা-শহিদানের; আশা
             মায়ের।
             আমার
          দেশের মাটি
    ফুল ফসল আর বীরের
  খাঁটিঁ শ্যাম বরনের হীরের
              ঘাটি।
              পাকা
         ধানের ক্ষেতে
     কণায় কণায় সোনা
    কৃষাণ বধুর মধুর সপ্ন
             বোনা।
             মাঠের
           পাশে নদী
       নদীর পাড়ে হাঁটি
   রূপরে বাংলা আমার জীয়ন
              কাঠি।
             গাছের
          শাখায় শাখায়
        হাজার পাখির নাচন
     থামলে এ নাচ ঘটবে সুরের
               মরণ।
              বাংলা
           দেশের মাটি
      কণায় কণায় সোনা
  রূপের বাংলা আমার জীয়ন
               মরণ।