*
গড়তে সমাজ যাঁরা ছিলেন নীতির বলে বলীয়ান
মানব হিতে নিজের জীবন করেন যাঁরা বলিদান
তাঁরাই প্রাতঃস্মরণীয়
শ্রদ্ধাযোগ্য বরণীয়
তাঁদের নামে গাঁথবো মালা আনরে ফুলের কলি আন।
*
কর্ম যাদের আনছে ডেকে মানবতার অকল্যাণ
যাদের জন্য দিকেদিকে মানব-শান্তি হচ্ছে ম্লান
হোক-না ওরা শক্তিশালী
পায় না যেন ফুলের ডালি
ভ্রষ্টাচারের মর্মমূলে হানরে তরুন আঘাত হান।