এই মন দামড়া!
সারা দিন আমি আমি
আমি নয় বেশি দামি
এ সমাজে চলতে
শুভ ফল ফলতে
প্রয়োজন আমরা।

চাস যদি আরও দামি
খুঁজে দ্যাখ আমার আমি
ডুব দিয়ে গভীরে;
পেয়ে গেলে তাঁর দেখা
মুছে যাবে আমি রেখা
খুব দামি হবি রে।