এটা পেলে ওটা চাই
আধা পেলে গোটা চাই
এক পেলে দো’টা চাই
সরু পেলে মোটা চাই!
বড়মাথা হতে চাই
বড় মাথা খেতে চাই
‘হশ’ পেলে দশ চাই
কশ পেলে রস চাই;
চুরি করে ভোট চাই
সব চোরে জোট চাই
ক্ষমতার আঁশ চাই
সমতার নাশ চাই!
গাড়ি চাই বাড়ি চাই
টাকা কাড়ি-কাড়ি চাই
বদনাম ঢাকা চাই
বদলোক রাখা চাই
কী যে চাই ঠিক নাই
আরও বেশি বেশি চাই!
১৯৯৯খ্রিঃ