নিদাঘ দুপুরে দাঁড়িয়ে দেখেছি আজ–
জলে খেলে হাঁস-ছানা
কোমল পেলব ডানা!
হঠাৎ সেখানে নেমে আসে এক বাজ
ছানা হয় কুপোকাত
অমা নিয়ে নামে রাত!
বুক ধসে–বসে ভাবি, ওরা পাবে তাজ?
এরূপ ছবিযে পোষে আমার সমাজ
বাজ তো বেনিয়া নয়;
এ দেশেই পরিচয়
কেন তবে মানা হবে এই হীন কাজ?
শোণিতে কিনেছি দেশ
চাই শুভ পরিবেশ
শিকার আর শিকারীর চাই না বিভাজ।
তবু আজ কিছু বাজ ধরিছে মানব সাজ
নাচিছে তা ধিন
দেশ তো স্বাধীন !
তবে ক্যান বাজ-শ্যান এই দেশে পাবে রাজ?
এ নয় দানব-দেশ
চাই এর পরিশেষ
ঋণ শোধে এই বোধে কন্ঠ করি দরাজ।