' আমি শাহাজান না
যে তোমার জন্য তাজমহল গড়ব।
আমি ট্রিস্টান না যে রাজ্য ছাড়া হব।
কারন আমার কোন রাজ্য নেই।
আমি আমার মতন,
ছোটখাটো খুব সাধারণ।
প্রকৃতির মাঝেই আমার বেড়ে ওঠা-
প্রকৃতির মাঝেই বিচরণ।
খোলা আকাশের গায়ে এক ঝাঁক জ্যোৎস্নার
একমুঠ আলো ছাড়া কিছুই নেই আমার
তোমায় দেবার মতন।
যদি তুমি চাও তাহলে হয়তো পারব!
তোমায় নিয়ে ঐ দূর অজানায় হারিয়ে যেতে।
যেখানে তুমি ছাড়া আর কেহ ই পারবে না-
আমায় খুব কাছে ডেকে নিতে।
২০ মে ২০১৯
রসুলপুর,বাংলাদেশ।