.. যেদিন আমি যাব চলে,
বুঝবি রে তুই সেদিন।
আসব না রে ফিরে কভু-
হইব না আর তোর কোন দিন।
শূন্য ভিটায় মাটির খাঁচায়
পড়ে রব চিরদিন..।
পড়বে কী আর মনে তোর
আমাকে সেদিন!
যেদিন আমি যাব চলে,
বুঝবি রে তুই সেদিন।
হাজার ডাকে ও জাগব না আর-
ফিরব না কোন দিন।
ঝরবে পানি হিয়ার মাঝে
যন্ত্রণা গহীন...!
শুধা বি তুই কারে সেদিন?
ঘুমবি কার কোলে!
ফিরব না যে আর কোন দিন
সন্ধা হলেও ঘরে।
আলোর প্রদীপ জ্বালিয়ে তবে
রইবে কী বসে?
আসব ফিরে আবার কবে,
সেই প্রতীক্ষাতে।
১৩ই শ্রাবণ ১৪২৬
নওগাঁ, বাংলাদেশ