কবে আসবে বলো
মরুর বুকে--
ছল ছল জল ছায়ায়।

কবে শেখাবে বলো
ভালোবাসতে তোমায়!
কবে দেখব বলো,
শূন্য এই হৃদয় জানালায়।

নিত্য দিনই জেগে রই-
রুক্ষ ছনের ভেলায়,
ছুটে চলি আপন খেয়ালে-
ভাঙ্গা মোহনায়।

বয়সের স্রোতে ভেসে চলা
আর কে বা থামায়,
কে বা রাখবে ধরে
ক্ষর স্রোত ধরায়।

জীবন ? সেতো ছুটে চলে
তার আপন ঠিকানায়।
হবে কী তবে?
নব দিগন্তে, নতুন সূর্যোদয়।

অচেনা পথের মাঝে
অন্ধ অবেলায়।--



১৫ জুন ২০১৯
রসুলপুর,বাংলাদেশ।