. ভালো থাকা যায়
রঙ হীন দেয়াল, ভাঙ্গা জানালা
পুরনো আসবাবপত্র, খোলা দরজা
কিচ্ছু ক্ষতি নেই!
ভালো থাকা যায়।
যদি ঐ ভাঙ্গা জানালা কিংবা
খোলা দরজা র পাশ দিয়ে
একমুঠ জ্যোৎস্না ঝরা আলো-
এসে ছুঁয়ে যায়।
ভালো থাকা যায়
পুরনো বিছানা, ছেঁড়া কম্বল
কিচ্ছু ক্ষতি নেই!
ভালো থাকা যায়
যদি তাতে এক হ্রাস-
ভালোবাসা স্পর্শ পাওয়া যায়।
ভালো থাকা যায়
রঙ্গিন পুলের পাশে ঐ উঁচু অট্টালিকায়
বিলাসিতা র ছোঁয়ায় নিজেকে ভালো রাখা যায়।
সত্যিকারের কি ভালো থাকা যায়?
নাকি নিত্য দিনে ভালো থাকার
অভিনয় করে যেতে হয়।
হ্যাঁ আমি ভালো থাকার কথাই বলছি
হোক সেই মহাঅট্রালিকা কিংবা কুঁড়ে ঘর
কিচ্ছু ক্ষতি নেই
ভালো থাকা যায়
ভালো থাকার জন্য শুধু-
স্বচ্ছ একটা মন থাকা চাই
নইলে যে স্বর্গে থেকেও কোন সুখ নাই।
১৯ মে ২০১৯
রসুলপুর,বাংলাদেশ।