সময়ের কাজ সময়ে করো
করও না কভু হেলা
ধনবান আর বিজ্ঞ ব্যক্তি
বলিয়া গিয়েছেন তারা।
পড়ার সময় পড়ো তবে
খেলার সময় খেলা
কাজের সময় করিও কাজ
করো না কভু হেলা।
নবীন বয়স তোমার
নব জীবন যাত্রা
সবে শুরু করিয়েছ তুমি
বিদ্যা পাঠশালা।
নিত্য ভোরে জাগো তুমি
করো না কভু হেলা।
প্রভাতে করিয়াছ গমন
সহজ সরল মন,
সৎ পথে চলো তুমি
সততা মহৎ গুণ।
ন্যায়ের পথে অটল থেকো
ধৈর্য ধরো মনে
তুমিও একদিন হবে বড়
সময়ের ব্যবধানে।
পিতা মাতা গুরুজন
সকলে তোমার আপন
সদা সহসা করিও সম্মান
করো সর্বোচ্চ যতন।
ছিন্ন যদি হয় তবু
হৃদয়ের বন্ধন,
দূর দেশে করিও ভ্রমণ
তবে বুঝিবে
আত্মার ক্রন্দন!
ফিরে এসো তবে মাতৃ গৃহে
লুটিয়ে পড়ো পায়ে,
যত ভুল করিয়াছ তুমি
শুধরিয়ে লও সবটাই।
জীবন বেলায় শশী যদি-
যায় ডুবে হায়..!
হইবে না কভু আর
নব সূর্যোদয়।
সময়ের কাজ সময়ে করো
তবেই করিবে যুদ্ধ জয়।
২৫ আষাঢ় ১৪২৬
রসুলপুর,বাংলাদেশ।