...
রক্তিম সূর্যদয়, হয় তো সেদিনও হয়েছিল,
ওই পুব আকাশের গায়ে।
কিন্তু ত্রিশ লক্ষ শহিদের কেহই পাইনি
তাদের ও গো! তাহাদের হাতে রেহাই।
রক্তাতাক্ত হয়েছিল যেদিন
এই সবুজ বাংলার জমিন।
রক্ত গঙ্গা বয়েছিল সেদিন যা-
ও গো! যাহা সরনীয় হয়ে থাকবে চিরদিন।
ভোলেনি মোরা।
ভূলিনি মোরা! আজও।
ওরা ছাড়েনি।
ও গো! ছাড়েনি ওই অবুঝ শিশু টিকেও।
হত্যা করেছিল,
ওরা পুড়িয়ে দিয়েছিল সহশ্র গ্রাম।
মীরজাফর;
ওরা দস্যু দলের না জানা আরেক নাম।
রক্তিম সূর্যদয়, হয় তো সেদিনও হয়েছিল,
ওই পুব আকাশের গায়ে।
ছেলে হারা মায়ের আহাজারি কান্নায় ভেঙ্গে পড়েছিল;
এই বাংলার আকাশবাতাস।
মাতা হারা বোনটিও গড়াগড়ি করছিল,
পাশে ছিল বাবা-মায়ের জীবন্ত লাস।
তুবুও তারা ক্ষান্ত হয়নি,
হয়নি নিরাশ।
বাংলা মায়ের দামাল ছেলারা হার মানেনি,
মেনে নেয় নি সেদিও পরাজয়।
বক্ষে তাহাদের ছিল স্বপ্ন, মনে ছিল নির্যাতনে দগ্ধ্য জ্বালা!
তাইতো ফিরিনি তারা মায়ের কোলে না নিয়ে বিজয়ের ভেলা।
।
।
১৬ই ডিসেম্বর২০১৮
নওগাঁ,বাংলাদেশ।