.... বসন্তের প্রকৃতি
মোহাম্মদ আব্দুর রহমান লায়ন
বসন্ত এসেছে দুয়ারে
ও গো! দেখ না দুটি নেত্র মেলে
পাখি ডাকে গান গায়,
ফুল ফুটেছে বনে
আমি মুগ্ধ হয়েছি মধুর ছোঁয়ায়-সুরভিত ফুলের ঘ্রাণে!
ও গো! এই বুঝি বসন্ত এসেছে দুয়ারে।
কত দিন কত মাস পরে
প্রকৃতি যেন সেজেছে-আবার
তাঁর নিজের মতো করে।
বাংলা মায়ের বাংলার আঁচল তলে
ফুটেছে ফুল-গাইছে গান
কোকিল তাঁর আপন কণ্ঠ সুরে!
ও গো! এই বুঝি বসন্ত এসেছে দুয়ারে।
কত নবীন দলে দলে
করছে যাত্রা-শহীদ মিনার প্রাঙ্গনে
ফুল হাতে গাইছে গান;
ভাষার জন্য যারা দিয়ে গেছেন প্রান,
বসন্তের ফুলে তাঁদের জানাই সম্মান।
ও গো! এই বুঝি বসন্তের চির অম্লান।
১৮ই ফেব্রুয়ারী ২০১৮
নওগাঁ,বাংলাদেশ।