...
পৃথিবী নামের ক্ষণিকের এই নীড়ে
কত শত মানুষের আবাস।
কেউবা মহা অট্টালিকায়,
কেউবা কুঁড়ে ঘরে করছে বাস।
কেউবা এক মুঠো আহারে র আশায়
করছে দিনের পর দিন উপস।
কেউবা অতিরিক্ত ভোজ নে-
প্রহর গুনছে মৃত্যুসয্যার!
কেউবা দেহের জোরে
লুণ্ঠন করছে ধন সম্পদ-
নির্যাতিত নিপীড়িত হচ্ছে
দুর্বল মানবের জীবন!
কেউবা অর্থ পয়সা র লোভে করছে-
কত শত জীবের জীবন নাশ ।
কেউবা অর্থ পয়সা র বিনিময়ে করছে দেহ বাস,
কেউবা নতুন মানবী র আদেশে পিতা-মাতা কে দিচ্ছে বনো বাস।
আবার কেউবা অন্য কে ধোকা দিয়ে-
নিজেকে ভাবছে মহারাজ।
কেউবা পাপ পুনঃ ভুলে গিয়ে-
সেজেছে সন্ন্যাসী কিংবা দেব দাশ।
কেউবা অন্যের গুণের গুন দেখে ফেটে পড়ছে-
করছে নিজের সর্বনাশ।
কেউবা অন্যের রূপের মোহে পড়ে-
হচ্ছে গোলাম কিংবা দাশ।
কেউবা নিজেকে বিসর্জন দিয়ে-
প্রমাণ করছে প্রেমিক রাজ।
কেউবা সৌন্দর্য হীন দেহটা আড়াল করতে-
পরিধান করছে রং বাহারি সাজ।
কেউবা তার সৌন্দর্য ময় দেহটা কে-
সবার মাঝে তুলে ধরতে
বিসর্জন দিচ্ছে তার চক্ষু- লাজ!
এই তো মোদের বিবেকহীন সমাজ।
১৭ই ফেব্রুয়ারী ২০১৮
নওগাঁ, বাংলাদেশ।