রসুলপুর-কে বলে তা দূর বহুদূর,
আঁকাবাঁকা পথের ধারে ছোট্ট রসুলপুর।
সেথায় আমার পিতৃভূমি-মাতৃ স্পর্শী ছায়া।
সেথায় আমার বেড়ে ওঠা নিত্য আসা-যাওয়া।

গোধূলির শেষ বিকেলে অবুঝ শিশু-
নিত্য খেলা করে,
বুঝি নাই সে এক দিন ছেড়ে যাবে তারে,
দূর প্রান্তে-অচেনা শহরে।

কুঞ্জ মাঝে অটবি ডালে বিহঙ্গ বাধে বাসা,
মানব কূলে জন্ম আমার বিহঙ্গ হবার আশা।
মহাপ্রয়াণ আসে যদি ছুটে যাব তোরই পানে-
তেরোই গৃহে জন্ম আমার ঘুমা ব তোরই কোলে।

                                    ---প্রিয় রসুলপুর



১৮ এপ্রিল ২০১৯
নওগাঁ,বাংলাদেশ।