. আষাঢ়ে মেগো-
মেলায় নব সূর্যোদয়।
গগনে গর্জে মেঘ
দূর নীলিমায়।
সাদা-কালো
মেঘের ভেলায়
ঝরে বর্ষা,
বেলা-অবেলায়!
শীতল পবনে
সুপ্ত ধারায়।
ফোটা ফোটা
ঝরে বর্ষা-
হৃদয় স্পন্দন
বাড়ায়।
গুরু গম্ভীর
গর্জনে র সাড়ায়-
এই বুঝি ক্ষেতে ই
প্রাণ হারায়।
স্তব্ধ মরাল দল
পথ ভুলে রয়,
মাঠে মাঠে বাঁধা ধেনু
ভিজে বর্ষায়।
ছল ছল জল স্রোতে
ডোবা ভরে যায়।
সদ্য ফোটা পদ্ম কত
জলে ভেসে যায়।
একটু পরেই রোদেলা
বিকেল এসে উঁকি দেয়,
ছোট্ট পাখি টুনটুনি ও
ডানা ঝাপটায়।
গাছের ফাঁকে হুতুম পেঁচা
চোখেচোখে চায়।
লুকিয়ে থাকা মাকড়সা
চপল পায়ে জাল বুনে যায়।
সূর্য হারায় হঠাৎ করেই,
শেয়াল ডেকে বেড়ায়।
রাতভর বৃষ্টি ঝরে...
খর পর সায়--।
২০ আষাঢ় ১৪২৬
রসুলপুর,বাংলাদেশ।