হেরে যাওয়া মানে নয় পরাজয়
হেরে যাওয়া মানে অন্তিম জয়।
ভালোবাসা হারে না কভু-
                মেনে নিতে হয়।
বাস্তবতার কাছে তবু পরাজয়।
ভোরের সোনালী রোদ হাসে
নিত্য সকাল হয়।
তপ্ত শিখা হয়ে জ্বলে সে-
            শুধুই আলো ছড়ায়।
বোঝে না কেউ তাঁর অভিমান।
বোঝে না অভিনয়।
গহীন হৃদয় চিরে ক্ষত বিক্ষত-
            রক্ত গঙ্গা বয়ে যায়।
তবুও সে শুধু ই আলো ছড়ায়।
বৃষ্টির মাঝে হাসে,অগোচরে ক্ষয়।
ভুলিতে নাহি চাহে মন-
               তবুও ভুলিতে হয়।
অশ্রু সিক্ত দুই নয়ন লুকাও তবে
কেন? কাহার ভয়।
যাক না সে চলে,মিছে কেন অভিনয়।
হারাতে যদি নাহি চায় মন-
                হারাবে কেন হায়!
আসে যদি ফিরে কভু--
তোমা রে তো সে হয়।
ক্ষণিকের তরে জন্ম মোদের,
           কিসে জয় পরাজয়।



                                                                 ০৯ই সেপ্টেম্বর ২০১৯ইং
                                                                      নওগাঁ, বাংলাদেশ।