সেদিনের সকাল আমায় দিয়েছিল,
তোমার দীঘল চোখের মায়া জড়ানো হাঁসি।
কিন্তু তোমার চিঠি পাইনি বলে,--
এক গুচ্ছ বিষন্নতার ভরে-
আজও নুয়ে পড়ে আছি।
যদি হারিয়ে যাই?
ঔ দূরের-আকাশ ছোঁয়া নীড়ে।
তবুও কি তুমি লিখবে না চিঠি?
বলবে না আমায়?
ফির তে তোমার মন পিঞ্জরে!!
আমি যে আজও পথ চেয়ে আছি,--
তোমার চিঠি-আসবে বলে।
২৪ জানুয়ারী ২০১৯
নওগাঁ,বাংলাদেশ।