. শুনিয়াছি আমি আর আসিবে না তুমি
নন্দন কাননে কি তবে পশিল ছলনার নীচ রবি।
শুনিয়াছি আমি আর আসিবে না তুমি হে মায়াময়ী!
জলাঞ্জলি দিয়ে পারিবে কী যেতে মোরে ভুলি?
নীলাচল বন্দরে বসিয়া আমি আজো তাই ভাবি,
বিচলিত স্নেহে মোর ভাসে দুই আঁখি।
যুগবতীর জীবনী মেলে দেখিয়াছি আমি
সত্যের বুক চিরে হৃদয় পোড়ে সে যুগ ধরে।
মহীতে মিলে না কিছু প্রাপ্তি প্রকাশের ফলে।
ভর্ষা-র পথ চেয়ে আছি তাই বসে।
যা আছে মোর বাকী তার সবটাই রাখিয়াছি তুলে-
গুনিয়াছি আমি সে আসিবে বলে।
২৭শে সেপ্টেম্বর ২০১৯
রসুলপুর,বাংলাদেশ।