শীতের স্নিগ্ধ সকালে,
মিষ্টি মাখা রুদ্দুরের শীতল ছোঁয়ায়!
আমি খুঁজে পেয়েছি সেদিন তোমায়।
গ্রামের সেই মেঠো পথ ধরে আসছিলে তুমি!
যে দিনটির জন্য দীর্ঘ-
দেড় যুগ ধরে পথ চেয়েছিলাম আমি।
হয় তো! তোমাকেই খোঁজার অপেক্ষায়।
কিছুটা পথ তুমি সঙ্গী হলে,
যাত্রী হলাম মোরা একসাথে।
প্রথম দেখায় আমি চোখ ফেরা তে পারি নি!
মনে হয়েছিল তুমিই সেই-
আমার স্বপ্নে দেখা মানসী।
যার ছবিটি আমি-
বার বার এঁকেছি,--
শুধু বাস্তবে তাঁর রূপ দিতে পারিনি।
তাইতো সেদিন এক পলকের জন্যও-
আমি চোখ ফেরা তে পারিনি।
মায়াবী ঐ চাহনি তোমার,--
যেন পুষ্পিত কাননে-
নিষ্পাপ পুষ্প ঝরা ছোঁয়া!
প্রতিদিনের ক্লান্ত চোখ আমার,
ফিরে পেল তাঁর বিশ্রান্ত ছায়া।
কেবলই উৎসুক চোখে তাকিয়ে আছি।
মনে হয় আজ পথ ভুলে-
এ পথে খুঁজে পেয়েছি তোমায়।
তাই আর চাই না আমি ভুল করেও
প্রথম দেখায় কভু ও হারাতে তোমায়।



২৩শে জানুয়ারী-২০১৯ইং
নওগাঁ,বাংলাদেশ।