। সন্ধ্যাবেলা বসে আছি
আমি একেলা একা।
পুকুর ধারে, শূন্য ভিটা।
গ্রীষ্মের ঘাম ঝরা বিকেল শেষে-
ক্লান্ত পথিক ছুটে চলে
বাড়ির পথে।
নির্ঘুম রাত্রির আগমনে
নির্জন চারিপাশ,
মনের মাঝে কেবলই
শূন্যতারই বসবাস।
সহস্র কোটি তারার মাঝে
একেলা একা চাঁদ,
কেটে গেছে দিন তার
কাটে না শুধু রাত।
ছল ছল পুকুর জলে
মিটি মিটি হেসে বলে
মরীচিকার পরে,
রাতভর জেগে রই
নীল আকাশের গায়ে।
গুড়ি গুড়ি হাওয়া এসে
কানে কানে বলে-
মা ডেকেছেন তাই আজ
ফিরতে হবে ঘরে।
ভালো থেকো চাঁদ-
ভালো থেকো তারা,
ভালো থেকো পুকুর জলে
আলো ছায়া খেলা।
আসব হয়তো আবার
কোন এক সন্ধ্যাবেলা।
১৪ জুন ২০১৯
রসুলপুর,বাংলাদেশ।