১ একাকীত্ব নয় শূন্যতায় হৃদয় পুড়ে ছাই।
লোভে নয় মুগ্ধতায় বার বার পথ ভুলে যাই।
                                    -আব্দুর রহমান


২* উগ্রতায় অনলে মিলে ঠাঁই
বিনয়ী তাই নম্রতায় শোভা পায়।
                             -আব্দুর রহমান


৩* সত্যের সাধ্যে হয় সুতো বিনে মালা,
মিথ্যার অনলে পুড়ে সে ফুলের ডালা।
                                 -আব্দুর রহমান



৪* শূন্যতার মাঝে মুগ্ধতা ডাকে শতবার।
ছুটে তাই অতৃপ্ত আত্মা শূন্যতা নিবারণে
বার বার।
                               -আব্দুর রহমান



৫* মুগ্ধতা দু’চোখে তাই তৃপ্ততা মনে।
শূন্যতা বুকে তাই সুরভী থাকে ঘ্রাণে।
                               -আব্দুর রহমান


৬ দেখেছ কি কভু বুকের মাঝে গড়ে ওঠা
রক্তের খণ্ডে হিমালয় পাহাড়?
যা অবহেলার আঘাতে চূর্ণ হয়ে
দু’চোখ বেয়ে অশ্রু ঝরায় বার বার।
                ----আব্দুর রহমান



৭* চলনে পায় যদি চাহিদার প্রকাশ।
জেনে রাখো তবে নরকে হবে
জনমের আবাস।
                        -আব্দুর রহমান


৮ আশায় পথিক পথ চেয়ে রয়,
ছলনার শিকার তবু পথিকের জয়।
হোক তবে ছলনার অবক্ষয়।
                          -আব্দুর রহমান



৯ ভাষা ?--
সে তো তোমারই জন্য-“হরিণী”।
নিঃসঙ্গতার মাঝে নিশ্চুপ হয়ে
আমি তো তোমারই কণ্ঠ শুনি।
                                -আব্দুর রহমান


১০ প্রাপ্তির উল্লাসে সবাই সবাইকে ভুলে যায়।
অপ্রাপ্তির হাহাকারে আবার সবাই সবার
দরজায় কড়া নাড়ায়।
                   -আব্দুর রহমান

১১ একটি কলম লিখে একজন জ্ঞানী র
হস্ত শিকারে বার বার ঘর্ষণের দ্বারায়।
একজন মানুষ লিখে তার মনুষ্যত্বের কাছে
বার বার প্রশ্ন বিদ্ধ হয়ে বাক রুদ্ধ হওয়ায়।
                                  -আব্দুর রহমান




শুনেছ কি কভু?
ঝরনার বুক চিরে আছড়ে পড়া লোনা পানির
কলো কলো ধ্বনি। যার তৃষ্ণায় পথ চেয়ে আছে
গহী অরণ্যের মাঝে এক তপ্ত মরুভূমি ।
                                   ---আব্দুর রহমান



জীবন দেখতে অনেকটা এনালগ ঘড়ির মত, দিনের পর মাস আসে মাসের পর বছর। এভাবে বেলা শেষে ডুবে যায় রক্ত মাংসের প্রহর।
---আব্দুর রহমান

শুনিয়াছি আমি আর আসিবে না তুমি।
হে মায়াময়ী, নন্দন কাননে কি তবে পশিল ছলনার নীচ রবি?
---আব্দুর রহমান

অর্থের ভাঁজে রক্ত মিশে তবু সম্পর্ক সাজে না।
---আব্দুর রহমান

রক্তের কালি শুষে তুলির পরশে যার ছবি আঁকে মন, সে তো জানে তবু ছাড়ে না লোভের সিংহাসন।
---আব্দুর রহমান


স্তব্ধতায় ছুঁয়েছে মোরে, তন্দ্রাচ্ছন্ন মন।
চার দেয়ালের মাঝে অন্ধকার নামে
ক্ষণে ক্ষণে ভাঙে ঘুম।স্বপ্নের মাঝেও দেখি আমার মন ভালো নাই মন।
---আব্দুর রহমান


শুধু অর্থের টানে ঘনিষ্ঠতা মানে বিবাহ যোগ্য সম্পর্ক নয়, বিবাহ যোগ্য সম্পর্কের জন্য মনের ও মিল থাকতে হয়।
---আব্দুর রহমান


তুলনায় ফেলেছ মোরে পিছে,
ভেবে দেখো ?--
আকাশ ভালোবাসে বলেই
মেঘ উড়ে নীচে।
---আব্দুর রহমান


ডুবে যাক এ শহর আবর্জনার ভাঁজে।
মুছে যাক সৌন্দর্য সবার অহংকারের তেজে।জাগ্রত হউক আবার মনুষ্যত্ব বোধ সবার মাঝে।
---আব্দুর রহমান


জীবন?-- অপেক্ষায় কাটায় দিন।
টিকিট পেয়ে সাজায় যখন বিলাস বহুল কেবিন, শেষ না হতেই কড়া নাড়ায় ফিরে যাওয়ার কফিন !
---আব্দুর রহমান



মানুষ জানে তাঁর জীবন ক্ষণস্থায়ী কিন্তু জীবন বলে মানুষ তাঁর কর্মের মাঝে চিরস্থায়ী।
---আব্দুর রহমান


স্বরসী বাণী যার ভুলিয়েছে মন নিশ্চয়ই সে স্রোতে তাঁর ভেসেছে নয়ন।
---আব্দুর রহমান


চায় না কেউ এই সুন্দর ভুবন ছাড়িতে কারন এ ভুবনের মায়া ভীষণ ছোঁয়াচে।
---আব্দুর রহমান


বিদায় ক্ষণে যদি ফিরে নাহি চাও একবার সে তো বিদায় নয় যেন কেবল বেড়ে ওঠা বেদনার হা-হা-কার।
---আব্দুর রহমান


তপ্ত আকাশে বাজিল শেষে রুক্ষ মেঘের আওয়াজ।বৃষ্টির খামে মেঘের চিঠি ঝরিল সবে আজ।প্রকৃতি তাই সাজিল আবার নবরূপি সাজ।
---আব্দুর রহমান


বিন্দু মাত্র দুঃখ পোষার ক্ষমতা মোদের নেই অথচ কত শত পৃষ্ঠা জুড়ে কালির দাগ পুষে রাখে 'বই'।
---আব্দুর রহমান


আকাশের কাছে কি আর দূরত্ব মানায়।
যতই ছুটো না কেন আকাশের ছায়া থেকে মুক্তির উপায় নাই।
---আব্দুর রহমান

ভালোবাসি ! ভালোবাসি কথা টি শুনতে শুনতে যদি বিরক্তি চলে আসে কোন দিন‍‍ তাহলে বুঝে নিও এ প্রেমের মৃত্যু হতে চলেছে সেদিন।
---আব্দুর রহমান
                                                              ১৮ই সেপ্টেম্বর ২০১৯ইং
                                                                 নওগাঁ, বাংলাদেশ।