এইডস্ এইডস্ এইডস্
এইডস্ কী?
বাঁচতে হলে জানতে হবে।
নইলে যে এইডস্ এর কবলে পড়তে হবে।

এইডস্ এক মরন ব্যাধি
যার নেই কোন ঔষধ,
নেই কোন টিকা,
এইডস আক্রান্ত ব্যক্তির জীবন হয় বৃথা।

এইডস মানে মৃত্যু!
এইডস মানে অতি ভয়ংকর এক রোগের জীবাণু;
যার প্রবেশে জীবন হয় বিপন্ন!

তাই তো মোদের সময় এসেছে এইডস এর বিস্তার সম্পর্কে জানার,
কেমনে মোরা রক্ষা পাব
কেমনে পাব রেহাই?

করব না আর মাদক সেবন,
করব না আর অপরীক্ষিত রক্ত গ্রহণ,
করব না ব্যবহার মোরা অন্যের ব্যবহৃত সুচ।

মেনে চলব মোরা নৈতিকতা,
মানব সমাজ-ধর্ম
তবেই মোরা রক্ষা পাব
জীবন হবে না আর বিপন্ন।


২৬শে এপ্রিল ২০১৮
রসুলপুর,বাংলাদেশ।