মেঘ গুড় গুড়
মেঘলা দিন,,,!
মেঘের সনে আড়ি।
মেঘেরা সব যাচ্ছে কোথায়
কোথায় তাদের বাড়ি?

এমন দিনে ঘরের কোণে
বসে থাকা দায়;
ঝিরিঝিরি বৃষ্টি যেন
পড়লো আমার গায়।

মেঘ গুড় গুড়
মেঘলা দিন,,,!
আকাশটা আজ ভারী।
হিমেল হাওয়া দিচ্ছে ধাওয়া
করছে নজরদারি।

এমন দিনে মনটা আমার
কি দিয়ে কি চায়?
ঝিরিঝিরি বৃষ্টি যেন
পড়লো আমার পা'য়।

মেঘ গুড় গুড়
মেঘলা দিন,,,!
মেঘের ছাড়াছাড়ি।
মুহুর্মুহু বিজলি চমক
করছে বাহাদুরি।

এমন দিনে আপন মনে
চুপটি থাকা দায়;
ঝিরিঝিরি বৃষ্টি যেন
পড়লো সারা গাঁয়।

===========
১১/১০/২০২৪
শিমুলতলী, গাজীপুর।
================