(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)
এক
শহর ঢাকা
মানুষের প্লাবন
আমি যে একা।
দুই
আত্ম গরিমা
টানে ধ্বংসের দিকে
কে জানে সীমা।
তিন
ঐ রবি এলে
হাসে ভুবন, কাঁদে
বিদায় নিলে।
চার
চোখের জলে
ভাসে যে অবিরত
পাপের ফলে ?
পাঁচ
কত গুঞ্জন
প্রজাপতি মোমাছি
নেই চিন্তন।
ছয়
একটু হাসো
এ যেন যাদু মন্ত্র
মুঠোয় বিশ্ব।