.             এক
ইচ্ছে হয় যাই উড়ে ঐ আকাশে
সেথায় কত সুন্দর ঝলমলে তারা;
      সর্ব সুখ তাই বুঝি হাসে
হেথা হলাহল অহর্নিশি অশ্রু ঝরা।

               দুই
কয়েকটি ফুলই আমরা ভালো চিনি
   যেমন, গোলাপ চামেলি বেলি;
আরো কত ফুল জনম দেয় এ বনানী
   গায়ে মাখা ধূলি তাই মামুলী।

               তিন
পাপ আর তাপ পৃথিবী তার ঘাটি
শোষণ প্রতাপ এ সবলের লাঠি
অসহায় নিঃস্ব তাদের নেই খুঁটি।

               চার
বিবর্তনের মুখে আজ গোটা বিশ্ব
অদৃষ্টের যাঁতাকলে কাঁদে নিঃস্ব।

               পাঁচ
আড়ম্বরে যারা আজ তারাই সুশীল
তারাও মানুষ যার নেই এক তিল;
       সমাজও না দেয় সঙ্গ
ভাবে কীটপতঙ্গ, নর কায়ার মিল।

                ছয়
    যখনই পড়ি দুঃসময়ে
    সজল হয় এ চোখদু’টি
    ভাঙচুর কাণ্ড যে হৃদয়ে;
    তাদেরও যেন নেই মায়া
    দূরে ভাগে একান্ত আপন
    পাশে তবু আমার ছায়া।