মৃদুল বাতাসে যখন ঝরে পল্লব
শুনে না কেউ মর্মর ধ্বনি;
থেমে যায় যবে পাখিদের কলরব
কত গভীর শোক না জানি।
দুখীর হৃদয়ে যত অগ্নি অনুভব
মাপতে পারে না কারো দৃষ্টি;
চাতক পিপাসায় কত ক্লান্ত নীরব
কত কাতর জানে কি বৃষ্টি ?
ঘরে যাদের নেই একমুঠো ভাত
জমে হৃদয়ে কত না জল;
আঁধার হাসে যখন আসে এ প্রভাত
বঞ্চিত জানে কত ভারী ছল।
ঢেউ জানে না এ উত্থান না পতন
কখনো শান্ত কখনো গর্জন;
বিভীষিকা নৃত্যে পারদর্শী ঐ মরণ
প্রাণীর লাফালাফি অকারণ।