প্রতিদিন পূর্বাকাশে সূর্য উঠে
রাতে ফোটে লক্ষ তারা;
রাতে হাসে চাঁদ ঐ গগন মাঠে
কত না আকুল করা।
নির্মল ফুরফুরে হাওয়া বয়
ধানের শীষ কি নাচে;
মিটিমিটি হাসে কৃষাণ হৃদয়
যদি এবার সে বাঁচে।
দ্যাখো নদী ছুটছে একান্ত মনে
রাখাল বাজায় বাঁশি;
শত ফুল ফুটেছে কানন বনে
প্রজাপতির কি হাসি।
চারিদিকে অগণিত বৃক্ষসব
অনড় তোমার পাশে;
পশুপাখির কি সুর কলরব
কত সুখে তারা ভাসে।
আর তুমি ? ভাব শুধু সর্বক্ষণ
নিজেকে ভাব নগণ্য;
সদাই উদাস ক্লান্ত তনু মন
তবে ধরা কার জন্য ?
রচনা:২০১৩