.                  এক
            (অবলা পার্বতীর)

কি করার আছে অবলা তন্বী পার্বতীর
ছেঁড়া ত্যানায় কি যৌবন ঢাকে যুবতীর?
       দু’তিন টাকার ফুল বেচে
       কি কষ্টেই না ওরা বাঁচে
ভেবে হই উন্মাদ; কখনো বড় অস্থির।

                    দুই
            (দু’টো শালিক)

বন্ধু বলে,যদি দেখ দু’টো শালিক একসাথে
ধরে নাও,জীবন রেসে আজ গেলেই জিতে;
       দেখি আমি সেতো প্রতিদিন
       কোথা আসলো তবে সুদিন
সতত ভরাডুবি, সুখ আকালে দণ্ড বিতে।
    
             ছন্দ:ক ক খ খ ক