আশা পায় বাধা,সদা অনড় দেয়ালে
এগোয় না,সম্মুখে দাঁড়ায় অন্ধকার;
জীবন মানচিত্র যায় যেন বদলে
ধরে মরীচিকা রং,শুধু যে হাহাকার।
আকাশে কালো মেঘ গায় কালকীর্তন
জোনাকির মতই মাতাল ঘুরে ফিরে;
স্বপ্ন পালক ঝরে হয় আশার মুণ্ডন
রক্ত সূর্য গলে পড়ে প্রত্যাশা কুটিরে।
বাতাসের নীড়ে বেজে উঠে কান্না সুর
ছুঁড়ির মত ধারালো অদৃশ্য চাবুক;
তৃষ্ণা মেটায়,চায় আর না হোক ভোর
হোক রক্তাক্ত,আরো তবে রক্ত ঝরুক।
নিভে তেল সলতা শূন্য মৃন্ময়ী বাতি
নিরন্তর হাসে চুপি চুপি ঐ নিয়তি।
চতুর্দশপদী কবিতা
রচনা:২০১১