এ জগত কাননে সাদা লাল গোলাপ
কত না অপরূপ সাজি;
ছড়িয়ে সুবাস করে শুধু প্রেম সংলাপ
ভালোবেসে খোঁপায় গুঁজি;
কয়দিন বা রাখি হৃদয় স্নেহ তলে
অতি সোহাগে যতনে;
ঝরে যায় একদিন নিশি ভোর হলে
রাখি না আর মনকোণে।
যে প্রদীপ দিয়ে যায় চিরদিন আলো
দেয় ঠেলে দূরে তমস;
দূর করে তোমার আমার শত কালো
মাঙে না কখনো যশ।
কত প্রাণ তাজা রক্ত দেয় অকাতরে
যায় উবে মার শ্বাস;
না পায় প্রতিদান,শান্ত সে অগোচরে
না দেয় ঠাঁই এ ইতিহাস।